বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শুল্ক গোয়েন্দার অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অবৈধ মোবাইল ও পণ্য সামগ্রীর বিরুদ্ধে এ অভিযান চালনো হচ্ছে।

শনিবার বেলা ১১টা থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া উদ্দীনের নেতৃত্বে অভিযান শুরু হয়। ইতিমধ্যে ১৪টি মোবাইলের দোকানে অভিযান চালনো হয়েছে। সেখান থেকে চোরাচালানকৃত শতাধিক আইফোন ও মূল্যবান ইলেকট্রিক ঘড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৮০ থেকে ৯০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ডিজি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে দুপুরে অভিযান শেষে জব্দকৃত পণ্য নিয়ে বের হওয়ার সময় তাদের বাধা দেয় দোকান কর্মচারীরা।