
জেলা প্রতিবেদকঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক লাইনম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টায় দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাইন উদ্দিন (৪৩) বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ির মৃত আবুল ওলা মিয়ার ছেলে। বসুরহাট বাজারের সড়কে যানজট নিরসনে লাইনম্যানের কাজ করতেন তিনি।
ওই উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেট সংলগ্ন হাজী ছেলামত উল্যার বাড়ি ওরফে বাইউন্নাগো বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এরআগে, রাত ৯টার দিকে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে পুলিশ তাৎক্ষণিক তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।