বস টু এর কতটি গান

ব্যক টু রুল হল ভারত বাংলাদেশর যৌথ প্রযোজনার চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ২০১৩ সালে মুক্তি প্রাপ্ত বস চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব বা অংশ। এই পর্বের চলচ্চিত্রের কাহীনি সম্পূর্ন মৌলিক। চলচ্চিত্রে প্রধান চরিত্রে রয়েছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত ফারিয়া মাজহার।

এই চলচ্চিত্রটি ২০১৭ সালের ঈদে পশ্চিমবঙ্গ (ভারত) ও বাংলাদেশে মুক্তি পাবে।

বস টু এর কতটি গান শোনা যাক ।

https://youtu.be/FHv1Tc13YSo