বহিঃশক্তির সম্পৃক্ততাসহ বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাটি ছিল পরিকল্পিত। এর সঙ্গে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ শক্তির সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জড়িত। এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ-সদস্য এবং পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। ঘটনায় শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) ছিল।

হত্যার পর ঘটনায় জড়িতদের রক্ষা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ঘটনার পরপরই মিছিল নিয়ে পিলখানায় ঢোকে ২০-২৫ জন, বের হয় দুই শতাধিক। দায় রয়েছে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল, অ্যাকশন নিল না, সেটিও রহস্যময়।

২০০৯ সালে দেশের ইতিহাসে বর্বরতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের’ প্রতিবেদনে এসব গুরুতর বিষয় উঠে এসেছে। রিপোর্টে অভিযুক্তদের বিষয়ে শক্তিশালী প্রমাণ মিলেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান এই প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সমগ্র জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। ইতিহাসের এ ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। ফলে এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এ প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদন দাখিলের পর কমিশনপ্রধান ফজলুর রহমান এ নিয়ে কথা বলেন। তিনি বলেছেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। এখানে কার কী ভূমিকা ছিল, তা উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকল, কোনো অ্যাকশন নিল না।

তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা মিলেছে। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে জানিয়ে তিনি বলেন, তদন্তকাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখা হয়েছে।

তিনি বলেন, ১৬ বছর আগের ঘটনা। ফলে আমরা যখন কাজ শুরু করি, তখন বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। সাক্ষীদের ডেকে কারও কারও ৮ ঘণ্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা, যতক্ষণ সাক্ষী বলতে চেয়েছেন। এর আগে যারা তদন্তে জড়িত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের তদন্তের রিপোর্টও সংগ্রহ করেছি। সংগ্রহ করেছি অন্যান্য আলামতও।

ঘটনার মূল ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এ ঘটনা বাহ্যিক দিকের প্রকৃত কারণ বের করেছে কমিশন। তিনি বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত। এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছিল। কিন্তু বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ (সবুজ সংকেত) ছিল।

এ ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে তিনি বলেন, দায় তৎকালীন সরকারপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও। এ ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘটনায় পুলিশ, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। এমনকি ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার।

কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার আরও বলেন, ওই হত্যাকাণ্ডের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন, তাদের সঠিক নাম-পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। কমিশন তাদের প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করেছে। যাতে ভবিষ্যতে বাহিনীগুলোয় এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং এ ঘটনার ভিকটিমরা ন্যায়বিচার পান।

কমিশনের সদস্যরা হলেন-মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান বীরপ্রতীক, সাবেক যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন। রোববারের বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। ঘটনাটি নিয়ে ওই সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু রিপোটর্টি আলোর মুখ দেখেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন নিহতের স্বজনরা। এরপর ২৩ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করে সরকার। কমিটিকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে-অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী ও ইন্ধনদাতাকে চিহ্নিত করা। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ ও সংগঠন চিহ্নিত করা অন্যতম।