বহুভাষী জেরিন খান

শুধু হিন্দি চলচ্চিত্রেই নয়, জেরিন খান তামিল এবং পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন। ২০১০ সালের অনিল শার্মার বীর চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে সহ-অভিনেত্রী হিসেবে বলিউডে আবির্ভূত হন। হিন্দি, উর্দু, ইংরেজি এবং মারাঠি ভাষায় কথা বলতে পারেন। ১৪ মে ১৯৮৭ সালে জন্মগ্রহণকারী জেরিনের বয়স এখন ২৯ বছর।