বাঁশের সাঁকোই একমাত্র ভরসা কপোতাক্ষ’র দু’পাড়ের মানুষের

মেহেদী হাসান, কেশবপুর (যশোর) থেকে ঃ-

  যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মহাকবি মাইকেল মধুসুদন দত্তের  জন্মভূমি কপোতাক্ষ নদের উপর ২১০ ফুট ঝুকিপূর্ন একটি বাঁশের  সাঁকো রয়েছে। বর্তমানে সেটি সাধারন মানুষের মরনফাঁদে পরিনত  হয়েছে। তারপরও বেঁচে থাকার জন্য পার্শ্ববর্তী উপজেলা তালা,কলারোয়ার ছাত্র  ছাত্রীসহ হাজার হাজার নারী পুরুষ ঝুকি নিয়ে প্রতিদিন যাতায়াত করে  থাকেন এই সাঁকোর উপর দিযে ।  স্থানীয়দের অভিযোগ ভোটের সময় কপোতাক্ষ নদের উপর দিয়ে ব্রিজ  তৈরির স্বপ্ন দেখিয়ে নির্বাচনী বৈতরনী পার করা হয়। স্বাধীনতার ৪৬ বছরেও  মধুকবির স্বপ্নের কপোতাক্ষ নদের উপর সেতু নির্মানের কোন এমপি  উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ কমছেনা। গুরুত্বপূর্ন এই ব্রিজটি  নির্মিত হলে কেশবপুর, তালা,কলারোয়া,সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন  উপজেলার প্রায় ২০ হাজার মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে। দীর্ঘদিনেও  সেখানে কোন ব্রিজ নির্মাণ না হওয়ায় পারাপারের জন্য বাধ্য হয়ে স্থানীয়রা  সেখানে বাশের সাকো নির্মান করে যাতায়াত করছে। মহাকবি মাইকেল  মধুসুদন দত্তের জন্মভূমিতে অবস্থিত পর্যটন কেন্দ্র, মধুপল্লি, ডাক  বাংলো, ডিগ্রিকলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কেন্দ্র,সোনালী ব্যাংক,গ্রামিন ব্যাংক,ব্রাক ব্যাংকসহ  অসংখ্য বেসরকারী প্রতিষ্ঠানসহ এস এস সি পরীক্ষা কেন্দ্রও রয়েছে।  তাছাড়া বর্ষা মৌসুমে এলাকার স্কুল, কলেজ গুলোতে শিক্ষার্থীদের ৩/৪  কিলোমিটার পথ অতিক্রম করে বাশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুকি  নিয়ে আসতে হয় । মধুকবির জন্মবার্ষীকী প্রতি বছর ২৫শে জানুয়ারী  সপ্তাহব্যাপী সরকারীভাবে উদযাপন করা হয়। ঐ সময় বাঁশের সাঁকো দিয়ে  হাজার হাজার মানুষ পার হয় জাতীয় মেলা উপভোগ করার জন্য। মেলা উপভোগ  করতে এসে দূর্ভোগে পড়তে হয় সাধারন মানুষের ।  সরোজমিনে গিয়ে দেখা যায় সাঁগরদাড়ী কপোতাক্ষ নদের উপর  সেতু নির্মান অত্যন্ত গুরুত্বপূর্ন। কপোতাক্ষ নদের উপর সেতু না থাকায়  স্থানীয় মানুষ তাদের উৎপাদিত কৃষিপন্য সঠিকভাবে বাজারজাত করছে  পারছেন না । সাগরদাঁড়ী ও তালা থানার কৃষক কোমল,আব্দুল হালিম,আব্দুল  কুদ্দুস,হায়দার আলী,শরিফুল ইসলাম,আব্দুল হান্নান,তরিকুল ইসলাম,জবান  আলী তাদের কষ্টের কথা জানালেন, তারা বললেন সেতু না থাকায় যানবাহনের  অভাবে কাদে ও মাথায় করে সবজি,ধান,পাট নিয়ে সাগরদাঁড়ী বাজারে যেতে  বাধ্য হন।  স্থানীয় ইউপি মেম্বর আব্দুস সবুর জানান কপোতাক্ষর উপর সেতুটি  র্নিমান হলে কেশবপুর,তালা, কলারোয়ার বিভিন্ন পেশার মানুষের দুর্ভোগ  পোহাতে হতো না।  সাগরদাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর ইসলাম মুক্ত জানান, কপোতাক্ষ  নদের উপর একটি ব্রিজ নির্মান হলে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের  জন্মভূমিতে অবস্থিত সকল প্রতিষ্ঠানসহ বাজারটিও উন্নত হত এবং  প্রতিবছর মধুমেলায় জনগনের দুর্ভোগ কমতো। এখানে একটি ব্রিজ  হোক আমি সেটা চাই । ব্রিজটি তৈরি করার জন্য আমি আবেদন করবো ।