‘বাংলাদশের সঙ্গে ভারতের বিমান চলাচল আপাতত বন্ধ থাকবে’

বাংলাদশের সঙ্গে ভারতের বিমান চলাচল আপাতত বন্ধ থাকবে।

রোববার (২২ আগস্ট) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রায় চার মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই রুটে বিমান চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আরও কিছুদিনের জন্য স্থগিত থাকছে। এ ব্যাপারে এখনও ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি বলেই জানা গেছে।

রোববারের পাশাপাশি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের মধ্যে সাপ্তাহিক বিমান চলাচলের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না।

বিমান বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি বিমানসংস্থাও দু’দেশের মধ্যে বিমান চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল। সেটাও হচ্ছে না। এর ফলে দু’দেশের মধ্যে বিমান চলাচলে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।