
ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে জয় পেলে আইসিসি র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে যেত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাগড়ায় ও শেষ ম্যাচে জয় না পাওয়ায় সিরিজ জেতাও হয়নি বাংলাদেশের।
তিন ম্যাচ সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ায় ৯২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের থেকে তিন পয়েন্ট কম নিয়ে পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। ৮৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে।
বাংলাদেশকে টপকে র্যাঙ্কিংয়ে সাতে উঠার সূবর্ণ সুযোগ পাকিস্তানের সামনে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশকে টপকে র্যাঙ্কিংয়ে সাতে উঠে যাবে। পাকিস্তান ও বাংলাদেশ, দুই দলের পয়েন্ট হবে ৯২। কিন্তু ভগ্নাংশ পয়েন্টে বাংলাদেশকে টপকে সাতে উঠবে সরফরাজ আহমেদের দল। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এক ম্যাচে জয় পেলে সাতে উঠা হবে না পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও পাকিস্তানের পয়েন্ট হবে ৯০।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে পাকিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ে আটে উঠে যাবে। ভগ্নাংশ পয়েন্টে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে যাবে।