
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘এই দেশটাকে একবার দুইবার নয়, পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে।
বিদেশে গেলে যদি জিজ্ঞেস করে আপনি কোন দেশের, যদি বলি বাংলাদেশ, তখন বলে চোরাগো দেশের লোক।’ গতকাল রবিবার জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করীম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হলো ৫৪ বছর চলছে।যাদের মাধ্যমে যে নীতি-আদর্শের মাধ্যমে দেশ চলছিল, এদের মাধ্যমে আমাদের ৭১-এর স্বাধীনতার মূল ঘোষণা ছিল মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও নিষ্ঠা। কিন্তু ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে—এই তিনটা শুধু কথায়, কাগজে লেখা ছিল, বাস্তবে দেখি নাই।’ উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজরাবাড়ি পৌর শাখার আমির মোশারফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব আহদা আব্দুল কাইয়ুম, জেলা আমির গোলাম মোস্তফা, জেলা সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজী, মেলান্দহ শাখার সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।