আশার আলোয় দুর্নীতির ছায়া

বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বৃহৎ শিল্পগোষ্ঠীর ভূমিকা উৎপাদন ও কর্মসংস্থান

সংবাদদাতা: বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রায় ২০ কোটি মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে বিলাসবহুল পণ্য পর্যন্ত সবকিছুর জোগানদাতা এই কোম্পানি বা গ্রুপগুলো। সাধারণ মানুষ মাসের পর মাস, বছরের পর বছর এদের উৎপাদিত পণ্যের উপর নির্ভরশীল। একটি চিমটি লবণ থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার্য প্রায় সকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে এই সংস্থাগুলো। অর্থনীতির চালিকাশক্তি, হাজারো মানুষের কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এই শিল্পগোষ্ঠীগুলোর অবদান অপরিসীম। দেশের বাজার নিয়ন্ত্রণকারী এবং উৎপাদন ক্ষেত্রে আধিপত্য বিস্তারকারী কয়েকটি বৃহৎ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ যমুনা গ্রুপ, স্কয়ার গ্রুপ, টি কে গ্রুপ, আকিজ গ্রুপ, বেক্সিমকো গ্রুপ আবুল খায়ের গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, নোমান গ্রুপ, হামিম গ্রুপ এসিআই লিমিটেড, ট্রান্সকম গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, সিটি গ্রুপ
ইস্পাহানি গ্রুপ, নাভানা গ্রুপ, বেঙ্গল গ্রুপ, একে খান গ্রুপ ।
এই গ্রুপগুলো দেশের উৎপাদনশীলতা বাড়িয়ে জিডিপিতে (GDP) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, এদের বিরুদ্ধে প্রায়শই অপরাধ, অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ কানে ভাসে, যা দেশের সুশাসন এবং অর্থনৈতিক স্বচ্ছতার ক্ষেত্রে বড় প্রশ্ন তৈরি করে।
দুর্নীতির অভিযোগ ও দুদকের কঠোর অবস্থান
দেশের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠান ও প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা ও অভিযোগের খবর সামনে এসেছে:
• এস আলম গ্রুপ, জেমকন গ্রুপ, নাশা গ্রুপ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে।
• দুদক ইতিমধ্যে ১৩টি ওভারসিজ কোম্পানির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
• অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশের তিন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
• রাজস্ব ফাঁকির অভিযোগে অতিরিক্ত সচিবসহ আরও ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযোগগুলো দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দুর্বল করার পাশাপাশি সাধারণ মানুষের বিশ্বাসেও চিড় ধরাচ্ছে।
দুদক কমিশনারের বার্তা: নির্ভরশীলতা পরিহারই সমাধানের পথ
এক অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কমিশনার (তদন্ত) গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রথমে নিজেকে অন্যের উপর থেকে নির্ভরশীলতা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে।”
কমিশনার আরও যুক্তি দেন, যখন কেউ অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার শান্তি কমে যায় এবং মন্দ দূর করার ক্ষমতা হারিয়ে ফেলে। অর্থাৎ, দুর্নীতির চক্র ভাঙতে হলে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে স্বনির্ভরতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।
বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোর উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির বিশাল সাফল্য সত্ত্বেও, তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো প্রমাণ করে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা অপরিহার্য।