
এস,এম,মনির হোসেন জীবনঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি) বলেছেন, বাংলাদেশের পাবলিক ইলেকশন ইজ ভেরী গ্রেট ফুল । সংসদীয় গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু হলো পার্লামেন্ট। তাই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা আর বিশ্বাস অর্জন করা জরুরী। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মূলভিত্তি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা অন্যতম প্রধান শর্ত। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই ফেমবোসা’র মূল লক্ষ্য।
আজ বুধবার সকালে রাজধানীর রেডিসন বøু ওয়ার্টার গার্ডেন বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ) এর দুই দিন ব্যাপী নবম এফইএমবিওএসএ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ এফইএমবিওএসএ এর সদস্য অংশ গ্রহনকারী সাউথ এশিয়ার ৮টি রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ফেমবোসার বর্তমান চেয়ারম্যান ডা. গোলাজান এ. বাদি সাইদ উৎ.এঁষধুধহ ধ নধফর ংধুধফ. এবং বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইলেকশন কমিশনের সেক্রেটারী হেলাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশের নির্বাচন কশিশন কবিতা খানম সেমিনারে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ভারতের নির্বাচন কমিশনার অশোক লাভাসা, ভুটানের নির্বাচন কমিশন সচিব দাউয়া তানজিন, মালদ্বীপের অ্যাম্বাসেডর এশাথ শান শাকির, নেপালের প্রধান নির্বাচন কমিশনার ডা. আইয়োদী প্রাশাদ জাদেভ, পাকিস্তানের ভারপাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, শ্রীলঙ্কার নির্বাচন কমিশন চেয়ারম্যান মাহিন্দ্রা দেশাপ্রিয়াসহ বাংলাদেশের সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারগণ এবং দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন খুব সন্নিকটে উল্লেখ করে তিনি আরো বলেন, ইতোমধ্যে কমিশন স্মার্ট কার্ডসহ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। ফেমবোসার এ ধরনের সম্মেলন দক্ষিণ এশিয়া দেশসমূহের মাঝে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক জ্ঞান লাভে সক্রিয় ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের জনগণ বিজয় ছিনিয়ে আনে। এখন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
তিনি বর্তমান সরকারের ধারাবাহীক উন্নয়ন ও সফলতার কথা উল্লেখ করে স্পিকার আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচেছন। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, ২০৪১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা এবং দীর্ঘ মেয়াদী ডেলটা লাইফ প্রকল্প হাতে নিয়েছেন। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচেছন।
স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ। সে কারণে জনগণের আস্থা অর্জনের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় কারিগরি উদ্ভাবনী, ওয়েরসাইট ডিজাইন, নির্বাচন প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করার জন্য গুরুত্বারোপ করেন তিনি। নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা ও আস্থা আনয়নে ফেমবোসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও আশাবাদ ব্যক্ত করেন ।
চীফ ইলেকশন কমিশন কে এম নুরুল হুদা বলেন, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। বাংলাদেশের ইলেকশন ইজ গ্রেট ফুল।
তিনি আরো বলেন, ইভিএম পদ্বতিতে নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ব পরিকর। পলিটিক্যাল পার্টি, সুষ্ঠ ভোট, ব্যালট, স্যোাসাল মিডিয়া, ইন্টারনেট ব্যবহার সহ সব কিছু ঠিক রাখতে কাজ করছে নির্বাচন কমিশন।
দুই দিন ব্যাপী এই মুক্ত আলোচনা সভায় সাউথ এশিয়ার ৮টি দেশের ডেলিগেইট ও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সেমিনারে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার দেশ গুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। দুই দিন ব্যাপী এই সেমিনারে সাউথ এশিয়ার ৮টি দেশের প্রতিনিধি ,ডেলিগেইট সহ উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সেমিনার আজ উদ্বোধনী অনুষ্টানের মধ্য দিয়ে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে।
সেমিনারে চীফ ইলেকশন কমিশন কে এম নুরুল হুদা অনুষ্টানের প্রধান অতিথি মাননীয় স্পিকার ড. শিরীন শারমির চৌধুরীকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবম ‘ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি ফেমবোসার অফিশিয়াল ওয়েবসাইটটির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশের নির্বাচন কমিশনার কবিতা খানম ভোট অব থ্যাংকস প্রদান করেন।