বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক মডেলকে ইন্দোনেশিয়ায় বাস্তবায়নের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক মডেলকে ইন্দোনেশিয়ায় বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে সে দেশের সরকার।

মঙ্গলবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় এ আগ্রহ ব্যক্ত করেন ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিলা মোলয়েক।

গ্রামপর্যায়ের জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ব্যক্তিগত আগ্রহে স্থাপিত প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের প্রশংসা করে বাংলাদেশে এসে সরেজমিনে এই সেবা প্রত্যক্ষ করার আগ্রহ দেখিয়েছেন ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তা আজ অনেক দেশের জন্য উদাহরণ। ইন্দোনেশিয়াও এই মডেল বাস্তবায়ন করে তৃণমূল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়।

এ সময় মোহাম্মদ নাসিম তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরো মজবুত করতে দুই দেশের স্বাস্থ্যখাতসহ আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ আগ্রহী। বাংলাদেশের ওষুধ এখন আন্তর্জাতিক বাজারে ব্যাপক সমাদৃত এবং বিশ্বের শতাধিক দেশে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি হচ্ছে- এ তথ্য জানিয়ে মন্ত্রী ইন্দোনেশিয়াতে ওষুধ রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানালে নিলা মোলয়েক বাংলাদেশে একটি প্রতিনিধিদল প্রেরণ করবেন বলে জানান। বাংলাদেশের ওষুধ শিল্প স্থাপনা পরিদর্শন করে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবনাও এ সময় উত্থাপন করেন ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনে সেদেশে বাংলাদেশের ওষুধ শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় কিনা তাও বিবেচনা করবেন বলে জানান তিনি।

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় তথ্য-প্রযুক্তির সফল ব্যবহার সম্পর্কে তাকে অবহিত করলে সেদেশে এই ব্যবস্থার প্রয়োগের উদ্যোগ নেওয়ারও আগ্রহ দেখান তিনি।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা আজ আন্তর্জাতিক মানের সেবা দিতে সক্ষম। দুই দেশের মধ্যে নিয়মিত শিক্ষা পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখলে উভয় দেশের স্বাস্থ্যসেবার মান আরো বাড়বে।

এ সময় দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।