বাংলাদেশের কূটনৈতিক সাফল্য সর্বজনবিদিত

সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারের দূরদর্শী, দায়িত্বশীল পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক প্রচেষ্টার ফলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ‍কূটনৈতিক সাফল্য এখন সর্বজনবিদিত।’

বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্রনীতির মূলনীতির ধারাবাহিকতায় স্বাধীন ও আত্মমর্যাদাবোধসম্পন্ন কূটনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধসমৃদ্ধ বলিষ্ঠ পররাষ্ট্রনীতির অনুসরণে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক নিবিড়করণসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ সম্মানজনক ও উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এখন সর্বজনবিদিত।’

‘আমাদের সরকারের দুরদর্শী, দায়িত্বশীল পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ আজ বিশ্বশান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিগত যেকোনো সময়ের চেয়ে সফল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরো সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং বাংলাদেশের এই অবস্থান আরো সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনাভিত্তিক কর্মকাণ্ড চলমান রয়েছে,’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সদস্য সেলিম উদ্দিনের ( সিলেট-৫) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘বর্তমান সরকার দেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ৪ হাজার ৭২৪টি ফ্ল্যাট নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। সব শ্রেণির কর্মচারীদের জন্য এসব আবাসিক ফ্ল্যাট নির্মিত হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প চলমান আছে। প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই হস্তান্তর করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।’

বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দারিদ্র্যের হার নিরূপণের প্রধান মাধ্যম হলো খানা আয় ও ব্যয় জরিপ। প্রতি পাঁচ বছর পর খানা আয় ও ব্যয় জরিপ পরিচালিত হয়। সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ পরিচালতি হয় ২০১০ সালে। ২০১৫ সালে খানা আয় ও ব্যয় জরিপের প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলিত হিসাব অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ২০১৫-১৬ সালে ১৫ কোটি ৯৯ লাখ। ২০১৫-১৬ অর্থবছরে অতিদারিদ্র্যের প্রাক্কলিত হার ছিল ১২ দশমিক ১ শতাংশ। এ হিসেবে এই সময়ে দেশে প্রায় ১ কোটি ৯৩ লাখ মানুষ অতিদরিদ্র।