বাংলাদেশের গার্মেন্টস খাত ধ্বংসের চেষ্টায় ভারতীয় নাগরিক জগদীশ সিং চক্র

স্টাফ রিপোর্টার | ঢাকা | ১৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ভারতীয় নাগরিক জগদীশ সিং (৫০) ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।

এই চক্রের কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যে আশুলিয়ার লা-মীম অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, এতে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন।

সূত্র জানায়, অভিযুক্ত জগদীশ সিং দীর্ঘদিন ধরে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় বাংলাদেশে অবস্থান করছিলেন। তার ভিসার মেয়াদ শেষ হয় তিন মাস আগে, তবে তিনি দেশ ত্যাগ করেননি বা মেয়াদও নবায়ন করেননি।

অভিযোগ রয়েছে, জগদীশ ও তার সহযোগীরা রাজধানীর গুলশান, বারিধারা, নিকুঞ্জ ও উত্তরা এলাকায় আবাসিক ফ্ল্যাট ভাড়া নিয়ে বায়িং হাউসের আড়ালে প্রতারণামূলক কার্যক্রম চালাতেন। এভাবে তারা বাংলাদেশের সহজ-সরল গার্মেন্টস উদ্যোক্তাদের টার্গেট করে অর্থ আত্মসাত ও ব্যবসায়িক ক্ষতি সাধন করতেন।

একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাংলাদেশে বর্তমানে দুই লাখের বেশি অবৈধ ভারতীয় নাগরিক বসবাস করছে। তারা অনেকেই প্রকাশ্যে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে, যা দেশের জন্য উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “বিগত সরকার ভারতের প্রভাবের কাছে নতি স্বীকার করেছিল। তবে বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।”

ভুক্তভোগী এক গার্মেন্টস উদ্যোক্তা বলেন, “এই ধরনের বিদেশি চক্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

এরই মধ্যে জগদীশ সিংকে রাজধানীর উত্তরা এলাকা থেকে রবিবার (১২ অক্টোবর) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলা রয়েছে।

৩৩/০৪/২৫ মামলায় তাকে জেলগেট জিজ্ঞাসাবাদ অনুমতি দেন এবং জামিন নামঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে নতুন মামলা নং-৩১/০৪/২৫ অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত এবং একদিনের রিমান্ড মনজুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ও তার সহযোগীরা ভুয়া নথি তৈরি, স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের চেষ্টা চালান। পুলিশের দাবি, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাদীপক্ষের আইনজীবী জানান, “জগদীশ সিংকে জামিন দিলে সে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারে। তাই তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”