ক্রীড়া প্রতিবেদক : শততম জয়ের উৎসব-মঞ্চ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই প্রস্তুত ছিল। কিন্তু আফগানিস্তানের দাপটে সেদিন উৎসবটা হয়নি বাংলাদেশের। টেস্ট খেলুড়ে দশ দেশের ৯টিই ওয়ানডেতে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছে। বাদি ছিল বাংলাদেশই। শনিবার তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সেই অপেক্ষা দূর করেছে বাংলাদেশ।
ওয়ানডেতে ৩১৫তম ম্যাচে বাংলাদেশ পেয়েছে শততম জয়ের স্বাদ। এ সময়ে বাংলাদেশ হেরেছে ২১১টি ম্যাচ। ফল পায়নি ৪টি ম্যাচে।
ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ৬৯ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সুমন বাংলাদেশকে জিতিয়েছেন ২৯টি ম্যাচে। এরপর সাকিবের নেতৃত্বে ২৩ জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আজকের জয়সহ মাশরাফি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন ২২টি ম্যাচে। এ ছাড়া মুশফিক ১১টি, আশরাফুল ৮টি, খালেদ মাসুদ ৪টি, আমিনুল ইসলাম ২টি ও আকরাম খান ১টি জয় পেয়েছেন।
১৯৮৬ সালে বাংলাদেশ খেলেছিল প্রথম ওয়ানডে পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশে হেরেছিল ৭ উইকেটে। ওয়ানডেতে প্রথম জয় পেতে ১২ বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। তবে এ সময়ে ম্যাচ খেলেছে মাত্র ২২টি। ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ১৬ ম্যাচে বাংলাদেশের জয় ৩টিতে। হেরেছে ১৩টিতে। এর বাইরে হংকংয়ের বিপক্ষে খেলেছে মাত্র ১টি ওয়ানডে। সেটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে বাদে এশিয়ার বাইরে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের বিপক্ষে ২৮ ম্যাচে ১৯টি পরাজয়ের বিপরীতে ৭টি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এদের বিপক্ষে জয়ের পরিসংখ্যান যথাক্রমে ৮টি, ১টি ও ৩টি।
এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ৩৮ ম্যাচে বাংলাদেশের জয় ৪টিতে। হারও তাদের বিপক্ষে বেশি, সর্বোচ্চ ৩৩টি ম্যাচ হেরেছে এই দ্বীপরাষ্ট্রের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ৩৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪টিতে। এ ছাড়া ৩২ ম্যাচে ভারতের বিপক্ষে ৫টিতে জিতেছে টাইগাররা। পাকিস্তান ও ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৩১ ও ২৬টি ম্যাচ।
আইসিসির সহযোগী দেশের বিপক্ষে বাংলাদেশ বরাবর ভালো ফল পেলেও অঘটনের শিকারও কম হয়নি। আফগানিস্তান, কেনিয়া, কানাডা, নেদারল্যান্ডসের বিপক্ষে হারের রেকর্ড রয়েছে বাংলাদেশের। কেনিয়ার বিপক্ষে ১৪ ম্যাচে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে হার ৬টিতে। আফগানিস্তান, কানাডা, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি করে ম্যাচে হেরেছে টাইগাররা।এ ছাড়া বারমুডা (২), হংকং (১), স্কটল্যান্ড (৪) ও সংযুক্ত আরব আমিরাতের (১) বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি জয়
দল ম্যাচ জয় পরাজয় ড্র ফল হয়নি
অস্ট্রেলিয়া ৮৮৪ ৫৪৭ ২৯৬ ৯ ৩২
পাকিস্তান ৮৬৩ ৪৫৪ ৩৮৩ ৮ ১৮
ভারত ৮৯৯ ৪৫৪ ৩৯৯ ৭ ৩৯
ওয়েস্ট ইন্ডিজ ৭৪১ ৩৭৬ ৩৩৩ ৮ ২৪
শ্রীলঙ্কা ৭৭৭ ৩৬৫ ৩৭৩ ৫ ৩৪
দক্ষিণ আফ্রিকা ৫৬০ ৩৪৪ ১৯৪ ৬ ১৬
ইংল্যান্ড ৬৭৪ ৩২৬ ৩১৭ ৮ ২৩
নিউ জিল্যান্ড ৭০৩ ৩১১ ৩৪৮ ৬ ৩৮
জিম্বাবুয়ে ৪৭৪ ১২২ ৩৩৭ ৫ ১০
বাংলাদেশ ৩১৫ ১০০ ২১১ ০ ৪