নিজস্ব প্রতিবেদক : পূর্বাভাসে সিনপটিক অবস্থা সর্ম্পকে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যমান লঘুচাপটি দুর্বল হয়ে গেছে।
তবুও দেশের অধিকাংশ স্থানে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
রোববার আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী সদরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (সে.), এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ২৪ দশমিক ৪ ডিগ্রি সে.। সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সর্ম্পকে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


