
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ভারতের একটি চিকেনস নেক থাকলেও বাংলাদেশের আছে দুটি। তিনি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ যদি ভারতের চিকেনস নেকে আক্রমণ করে, তাহলে ভারতও বাংলাদেশের দুই চিকেনস নেকে আক্রমণ করবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি কড়া বার্তা দেন।
ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের একটি চিকেনস নেক আছে। কিন্তু বাংলাদেশের দুটি চিকেনস নেক আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, আমরা বাংলাদেশের দুটি চিকেন নেককেই আক্রমণ করব…মেঘালয়ের যে অংশ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত, তা ভারতের চিকেন নেকের চেয়েও সরু এবং সেটি একদম হাতের কাছেই অবস্থিত।
এ বিজেপি নেতা ভারতকে আক্রমণ করার আগে বাংলাদেশকে ‘১৪ বার পুনর্জন্ম’ নেওয়া দরকার বলেও মনে করিয়ে দেন। তিনি ভারতের সামরিক শক্তির কথাও উল্লেখ করেন। এ সময় তিনি বিশেষ করে ‘অপারেশন সিঁদুরের’ কথা উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্মল কান্ট্রি বা ছোট দেশ। তাদের গুরুত্ব দেওয়ার কিছু নাই।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হিমন্তের এ সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন খবর পাওয়া যাচ্ছে যে, বাংলাদেশ লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পুরোনো বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এ স্থানটি ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
চিকেনস নেক বা শিলিগুড়ি করিডর বলতে মূল ভূখণ্ডকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সঙ্গে সংযোগকারী সরু, অরক্ষিত ভূখণ্ড। এ করিডরের প্রস্থ প্রায় ২২ কিলোমিটার। ফলে শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্বের কারণে এ এলাকায় সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে তুলবে।
কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীন সফরের সময় ভারতের সেভেন সিস্টার্সকে ‘ভূবেষ্টিত’ উল্লেখ করে এ অঞ্চলের জন্য ‘সমুদ্রের একমাত্র অভিভাবক’ বাংলাদেশ বলে আখ্যা দেন। হিমন্ত বিশ্ব শর্মার মতে, বাংলাদেশেরও ভারতের শিলিগুড়ি করিডরের মতো দুটি ‘চিকেনস নেক’ রয়েছে। তার মতে, একটি সরু করিডর বাংলাদেশের প্রধান ভূখণ্ডকে বৃহত্তম বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করেছে। দ্বিতীয় চিকেনস নেকটি রংপুর বিভাগের দক্ষিণে অবস্থিত।
দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থেকে বাংলাদেশের মিরসরাই উপজেলা পর্যন্ত স্থলপথের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এ পথ চট্টগ্রামকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। হিমন্তর মতে, দ্বিতীয় চিকেনস নেকটি মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মধ্যে অবস্থিত। এর দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার।