বাংলাদেশের নাগরিককে ফেরত দিল বিএসএফ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক নয়ন মিয়াকে (৪২) গতকাল সোমবার বিকেলে ধরে নিয়ে গিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

 

আজ মঙ্গবলার দুপুরে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ব্যক্তিকে ফেরত দিয়েছে বিএসএফ।

 

বিজিবি, সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ জানান, তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্কবন্দর সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৫ এর ৩-এস এর জিরো লাইনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ নয়ন মিয়াকে বিজিবির কাছে হস্তান্তর করে।

 

বৈঠকে ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীরেন্দ্রনগর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) কোম্পানি কমান্ডার সুবেদার ইলিয়াস মজুমদার।

 

ভারতের পক্ষে ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাগলী বিএসএফের কোম্পানি কমান্ডার করম চাঁন।