ক্রীড়া প্রতিবেদক : পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার শঙ্কা নিয়ে বাংলাদেশে সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশে এসে ইংল্যান্ড দলকে দেওয়া নিরাপত্তায় মুগ্ধ অলরাউন্ডার মঈন আলী।
সফরের শুরু থেকে বাংলাদেশের আইনশৃংখলা বাহিনী ইংলিশ ক্রিকেটারদের ভিভিআইপি নিরাপত্তা দিয়ে আসছে। যে কারণে বাংলাদেশের নিরাপত্তার অকুণ্ঠ প্রশংসা করেছেন মঈন। একই সঙ্গে অন্য দেশকে বাংলাদেশে সফরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
চট্টগ্রামে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মইন জানান, কোনো দেশকে এতটা নিরাপত্তা দিতে কখনো দেখেননি তিনি।
“বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সেরা। অন্যভাবে বলতে গেলে, এখানে দেওয়া নিরাপত্তাকে অন্য দেশ ছাড়িয়ে যেতে চাইলে তাদের খুব ভালো করতে হবে। এটা অনেক বড় একটি ব্যাপার।’’
“আমি সত্যিই অন্য সব দেশকে সফরে আসার জন্য উৎসাহ দেব। এখন পর্যন্ত এটা অসাধারণ। আমি অন্য দলগুলোকে বাংলাদেশ সফর করতে অনুপ্রাণিত করবো।”
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজে এখন ১-১ সমতা।
আগামী ২০ অক্টোবর এই স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।