নিউজ ডেস্ক :বাংলাদেশের পতাকার আদলে তৈরি বিকিনি, হাফপ্যান্ট, জাঙ্গিয়া বিক্রি করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স সাইট অ্যামাজন। সাইটটিতে প্রবেশ করে সার্চ অপশনে ইংরেজিতে ‘বাংলাদেশ ফ্ল্যাগ’ লিখে সার্চ দিলে এসব পণ্যের ছবি দেখা যাচ্ছে।
যেখানে আইন্যান্স, লিঙমেই, সেটফ্ল্যাগসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের পতাকার আদলে তৈরি অন্তর্বাস ও হাফপ্যান্ট বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। ১৪ থেকে ২৭ ডলারে বিক্রি হচ্ছে এসব অর্ন্তবাস ও হাফপ্যান্ট। অন্তর্বাস সবোর্চ্চ ২৭ দশমিক ৯৯ ডলার ও পুরুষের হাফপ্যান্ট সবোর্চ্চ ২১ দশমিক ৯৯ ডলার মূল্যে বিক্রি হচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশিরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নিজেদের ফেসবুকে।এ ধরনের কাজ সম্পর্কে বাংলাদেশ আইন কি বলছে? বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)- এ বলা হয়েছে, জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহার করা যাবে না, এমনকি গায়েও জড়িয়ে রাখা যাবে না। বিধিমালায় আরও বলা হয়, অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে জাতীয় পতাকাকে ট্রেডমার্ক, ডিজাইন বা পেটেন্ট হিসেবে ব্যবহার করাও শাস্তিযোগ্য অপরাধ।

২০১০ সালের সংশোধিত পতাকা বিধিমালায় বলা হয়, জাতীয় পতাকার ব্যবহার বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের পতাকা ও তার নকশা ব্যবহার করে পোশাক তৈরি ও বিপণন দেশের আইনের লঙ্ঘন। ফলে আমাজনের কিংবা ওই প্রতিষ্ঠানগুলোর এ ধরনের কাজ বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার পর্যায়ে পড়ে।


