ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আজই ঢাকায় এসে পৌঁছার কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আফগানরা।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে ঘোষণা করা হয়েছে আফগানিস্তান স্কোয়াড ।
১৭ সদস্যের ওই স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আসগর স্টানিকজাই। উইকেটরক্ষক হিসেবে থাকছেন মোহাম্মদ শাহজাদ। তাছাড়া মোহাম্মদ নবী, দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা এ স্কোয়াডে রয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।
এই সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
আফগানিস্তান স্কোয়াড:
আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ।