বাংলাদেশের বিপক্ষে থাকছেন না

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের আসন্ন সিরিজে থাকছেন নিউজিল্যান্ড পেস বোলার ডগ ব্রেসওয়েল। হাঁটুর ইনজুরির কারণে ওই সিরিজে থাকতে পারবেন না তিনি।

ঘরোয়া লিগে খেলার সময় হাঁটুর লিগামেন্টে চোট পান ব্রেসওয়েল। স্থানীয় গনমাধ্যম জানিয়েছে, সেন্ট্রাল ডিসস্ট্রিক স্টাগ এবং নর্থান নাইটের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। জানা গেছে, সদ্য পাওয়া এ চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ইনজুরির কারণে শুধু বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজই নয়। জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষেও অনিশ্চিত হয়ে পড়েছেন ব্রেসওয়েল। তাই তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে বিকল্প কাউকে দলে নিতে হবে নিউজিল্যান্ড নির্বাচকদের।

নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ক্লাবের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।