
নিউজ ডেস্ক : হায়দরাবাদ টেস্ট বাঁচানোর লড়াইয়ে ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ।
স্কোর : বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২১৩/৬ (লক্ষ্য ৪৫৯)
ব্যাটিং : মেহেদী হাসান মিরাজ (০), মাহমুদউল্লাহ রিয়াদ (৬১)
আউট : সাব্বির রহমান (২২), মুশফিকুর রহিম (২৩), সাকিব আল হাসান (২২), মুমিনুল হক (২৭), সৌম্য সরকার (৪২), তামিম ইকবাল (৩)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৮৮
ভারত প্রথম ইনিংস: ৬৮৭/৬ (ডিক্লেয়ার)
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫৯/৪ (ডিক্লেয়ার)
রিভিউ নিয়েও বাঁচলেন না সাব্বির: মুশফিকুর রহিম আউট হওয়ার পর ১৮ ওভার টিকে ছিলেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৫১ রান যোগ করেন তারা। ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে জমাট ব্যাটিং করছিলেন দুজন। মধ্যাহ্ন বিরতির আগে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। বিরতির পর স্বাগতিকদের আনন্দে ভাসালেন ইশান্ত শর্মা। ইনসুইং ডেলিভারিতে এলবিডাব্লিউ ৬১ বলে ২২ রান করা সাব্বির। বল একটু নিচুঁ হয়ে সাব্বিরের প্যাডে আঘাত করে। আম্পায়ার আঙুল তোলার পর রিভিউয়ের আবেদন করেন সাব্বির। কিন্তু বাঁচতে পারেননি।
‘ফিফটি-ফিফটি’: ইশ! মুশফিকুর রহিম যদি পাগলামি না করতেন তাহলে নিশ্চিত প্রথম সেশনে এগিয়ে থাকত বাংলাদেশ। এমনিতেই বিরাট কোহলির মুখে হাসি নেই। মুশফিক টিকে থাকলে বিরাট কোহলির কপালে আরও ভাঁজ পড়ত! পঞ্চম দিনের সকালের সেশনে ৩২ ওভারে ৯৯ রান তুলেছে বাংলাদেশ। হারিয়েছে ২ উইকেট। দুই দলের লড়াইয়ের অনুপাত ৫০ঃ৫০। সাকিব আল হাসান ২২ ও মুশফিকুর রহিম ২৩ করে সাজঘরে ফিরেছেন। একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। ষষ্ঠ উইকেটে মধ্যাহ্ন বিরতির আগে ৪০ রানের জুটি গড়েছেন মাহমুদউল্লাহ ও সাব্বির। তাদের ব্যাটে লড়াইয়ে বাংলাদেশ।
১০ ইনিংস পর মাহমুদউল্লাহর হাফ-সেঞ্চুরি : উমেশ যাদবের বল বাউন্ডারিতে পাঠিয়ে ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ বলে ৬ বাউন্ডারিতে ল্যান্ডমার্কে পৌঁছান তিনি। ১০ ইনিংস পর প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেন মাহমুদউল্লাহ। দশ ইনিংসে তার সর্বনিম্ন রান ছিল ৫, সর্বোচ্চ ৪৭। ২০১৫ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রান করেছিলেন ডানহাতি এ ব্যাটসম্যান।
প্রথম ওভারেই অশ্বিনের উইকেট : পঞ্চম দিনে নিজের প্রথম ওভারেই রবীচন্দ্রন অশ্বিন সাফল্য এনে দিলেন টিম ইন্ডিয়াকে। দলকে সবথেকে বড় উইকেট উপহার দিয়েছেন ডানহাতি এ স্পিনার। অশ্বিনের শিকার প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিকুর রহিম। এগিয়ে এসে মারতে গিয়ে মিড অফে জাদেজার হাতে ক্যাচ দেন টাইগার দলপতি। টার্নের বিপরীতে শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন মুশফিক (২৩)। এক কথায় নিজের উইকেট আত্মাহুতি দিয়েছেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান।
মুশফিক-মাহমুদউল্লাহর প্রতিরোধ : দিনের তৃতীয় ওভারে সাকিব আল হাসানকে হারিয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করেন দুই ব্যাটসম্যান।
পরিসংখ্যান: ভারতের বিপক্ষে এ ম্যাচের আগে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৬টি টেস্টই জিতেছে ভারত। বৃষ্টির সৌজন্যে ২টি টেস্ট ড্র হয়েছে।
‘আবারও সাকিব’: রবীন্দ্র জাদেজার বলটি প্রত্যাশার থেকে একটু বেশি টার্ন ও বাউন্স করেছিল। শেষ পর্যন্ত বলের উপর চোখ রাখলে জাদেজার বল ঠিকমত খেলতে পারতেন সাকিব। কিন্তু পারলেন না। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিজের উইকেট বিলিয়ে আসলেন সাকিব। ২১ রানে অপরাজিত থাকা সাকিব পঞ্চম দিন ১ রান যোগ করে সাজঘরে ফিরেন। দিনের তৃতীয় ওভারেই সাফল্য পেল ভারত।
ড্র করতে পারবে বাংলাদেশ? ৭ উইকেট হাতে রেখে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৬ রান। ড্র করতে হলে শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে উইকেটে ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।