সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশের শিক্ষাখাতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ভারতের তথ্যপ্রযুক্তিগত প্রতিষ্ঠান এনআইআইটি।
সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ভারতের এনআইআইটি’র একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষাখাতে প্রশিক্ষন ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা করে।
প্রতিনিধিদলে ছিলেন এনআইআইটি’র ভাইস প্রেসিডেন্ট শীবা থোমাস, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রাজেশ রানোলিয়া এবং এমার্জিং মার্কেট প্রধান সঞ্জয় টিকু।
এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার ছেলেদের চেয়ে বেশি।’ উচ্চ শিক্ষার ক্ষেত্রেও জেন্ডার সমতা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষার মান নিশ্চিত করা এখন মূল চ্যালেঞ্জ। এজন্য মানসম্মত শিক্ষক প্রয়োজন। সীমিত সম্পদ সত্ত্বেও সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এনআইআইটি প্রতিনিধিদলের পক্ষে শীবা থোমাস বলেন, ‘বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তারা সব ধরনের সহযোগিতা, বিশেষ করে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে আগ্রহী।’
এ সময় অন্যান্যের মধ্যে গেটকো গ্রুপের প্রধান উপদেষ্টা খন্দকার রাশিদুল হক উপস্থিত ছিলেন।