
সচিবালয় প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে চায় ফিলিস্তিন। এজন্য তারা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতেও আগ্রহী। তবে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার দুপুরে ঢাকায় সচিবালয়ে নিজ কার্যালয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ইয়াদ আল মালিকির সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফিলিস্তিন বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রস্তাব জানিয়ে এফটিএ সই করার আগ্রহ প্রকাশ করেছেন।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনে বাণিজ্য শুল্ক খুবই কম। বাংলাদেশ সে দেশে কিছু পণ্য আমদানি ও রপ্তানি করে। কিন্তু সেটা সরাসরি নয় বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফর করার ইচ্ছা পোষণ করেছেন। তখন দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে। তবে কি কি বিষয়ে চুক্তি হতে পারে তা চূড়ান্ত হয়নি।’
বাংলাদেশ সবসময় ফিলিস্তিনকে সমর্থন করে উল্লেখ করে সে দেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যসচিব হেদায়েত উল্লাহ মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।