
ইরানের নতুন প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহীম রাইসি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, শুক্রবার (৬ আগস্ট) তেহরান সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন।
এ সময় তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকার সঙ্গে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্ক আরো উন্নত করা গেলে তাতে দুদেশের জনগণই লাভবান হবে।
মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান রাইসি। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীকে সহযোগিতার কাজে ইরান সাধ্য অনুযায়ী বাংলাদেশের পাশে থাকবে।
এছাড়া প্রেসিডেন্ট রাইসির দায়িত্ব পালনের সময় বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।