ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ড ১। বাংলাদেশ ১। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বর্তমান অবস্থা। এই অবস্থার পরিবর্তন ঘটানোর নিমিত্তে আজ তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
পয়মন্ত ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।
সিরিজে সমতা বিরাজ করায় আজকেই ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। যেটি জিততে মুখিয়ে উভয় দল। কিন্তু উভয় দলকেই চোখ রাঙাচ্ছে আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ চট্টগ্রামে বৃষ্টি হতে পারে।
তবে শেষ পর্যন্ত সবকিছুকে পেছনে ফেলে ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জিতে নিক বাংলাদেশ সেটাই প্রত্যাশা বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের।
তার আগে চলুন দেখে নিই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. নাসির হোসেন
১০. শফিউল ইসলাম
১১. তাসকিন আহমেদ।