ক্রীড়া প্রতিবেদক : বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট।
প্রথম টেস্টের জন্য ১৬ অক্টোবর বিকেলে ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন চার মুখ সাব্বির রহমান রুম্মন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি। তাদের মধ্য থেকে আগামীকাল দুই-একজনের অভিষেক হতে পারে।
লম্বা সময় পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সে কারণে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। চলুন দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. মুশফিকুর রহিম (অধিনায়ক)
২. তামিম ইকবাল
৩. ইমরুল কায়েস
৪. মুমিনুল হক
৫. মাহমুদউল্লাহ
৬. সাকিব আল হাসান
৭. মেহেদী হাসান মিরাজ
৮. সৌম্য সরকার
৯. শুভাগত হোম চৌধুরী
১০. শফিউল ইসলাম
১১. কামরুল ইসলাম রাব্বি।