নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে আজ সম্মানের দেশ, বাংলাদেশ আজ উন্নয়নের দেশ।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, এই উদ্যানে ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। যার ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি।
তিনি বলেন, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেশে গণতন্ত্র রক্ষা করেছি। বাংলাদেশ আজ বিশ্বে সম্মানের ও উন্নয়নের দেশ।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বলতে চাই, চক্রান্ত করে কোনো লাভ হবে। সামনে নৌকা ধানের শীষে লড়াই হবে। সেই লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হবো।
তিনি বলেন, নারায়ণগঞ্জে নৌকা-ধানের শীষে লড়াই হয়েছে। সেই লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। আগামী জাতীয় নির্বাচনেও আমার বিজয়ী হবো।