বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস। রোববার আজারবাইজান থেকে রোম যাওয়ার পথে আগামী বছরের সফরসূচি নিশ্চিত করেছেন তিনি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, আগামী বছর মে মাসে পর্তুগালের ফাতিমাতে বিখ্যাত ম্যারিয়ান গির্জায় যাবেন পোপ। ওই বছর বাংলাদেশ ও ভারতে তার সফরও প্রায় নিশ্চিত। তবে ঠিক কোন সময়ে তিনি বাংলাদেশ সফরে আসবেন সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।

পোপ জানিয়েছেন, তার আফ্রিকা সফরের বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে। আফ্রিকার আবহাওয়া, বছরের নির্ধারিত সময় এবং আঞ্চলিক রাজনীতি ও সহিংস পরিস্থিতির ওপর নির্ভর করে সেখানে সফরের বিষয়টি চূড়ান্ত করা হবে।