বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে। তবে সময়-সুযোগ বুঝে তাদের আবার ফেরত পাঠানো হবে।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আগারগাঁও পলিটেকনিক্যাল কলেজের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘এরই মধ্যে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়েছে। শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধান হবে। একই সঙ্গে রোহিঙ্গারা যেন অবৈধভাবে আর এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন যারা দেশে অবস্থান করছেন তাদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানানো হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও তাদের ফেরত নিতে অনুরোধ করা হবে। তবে ফেরত পাঠানোর বিষয়টি এখনই নয়। কেননা সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে। মানবিক বিষয়টি বিবেচনা করেই মূলত তাদের সহযোগিতার কথা চিন্তা করছে সরকার।’