ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের বিজয় আসন্ন।’
সোমবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা খেলাঘর আসর আয়োজিত মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার সমাপনী ও শিশু-কিশোর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জঙ্গিদের মূলধারায় ফিরে আসার আহ্বান জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। ইসলামের নামে মুসলমানদেরকেই হত্যা করা হচ্ছে। জঙ্গিবাদ এখন সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে। এটা শুধু দেশের নয়, সারা বিশ্বের সমস্যা।’
জেলা খেলাঘর আসরের সভাপতি ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, বিশিষ্ট চলচ্চিত্রকার আরমান পলাশ মুরাদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অর-রশীদ, প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গুণীজন সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য ও স্বাগত বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার। উপস্থাপনায় ছিলেন জুয়েলুর রহমান।