বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে প্রণয় কুমার ভার্মাকে নিযুক্ত করা হয়েছে। ঢাকায় বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন তিনি।

এর আগে ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশে নতুন হাইকমিশনার করার বিষয়টি জানানো হয়। ভার্মা শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন বলেও জানানো হয়েছে।

দোরাইস্বামীকে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার করা হয়েছে। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন দোরাইস্বামী। তিনি রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হন। ১৯৯২ সালে তিনি ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন।