নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ট্রানজিট সুবিধা নিতে বিমান অবতরণ করেছিল ব্রিটিশ বিমানবাহিনীর অ্যারোবেটিক দল রেড অ্যারোজ।
শনিবার থাইল্যান্ড থেকে কলকাতা যাওয়ার সময় রিফুয়েল করতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ৯টি বিমান অবতরণ করে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থাইল্যান্ড থেকে বিমান উড্ডয়ন করে চট্টগ্রামে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রেড অ্যারোজ। ট্রানজিট সুবিধা গ্রহণ করে তারা কলকাতার উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের টারমাক থেকে তাদের ৯টি বিমান রিফুয়েল করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রেড অ্যারোজ বাংলাদেশে অবতরণের সময় তাদের ৯টি Hawk T1 বিমান মনোমুগ্ধকর ‘ফরমেশন পাস’ প্রদর্শন করে।
রিফুয়েলিংয়ের সময় তারা বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।