নিজস্ব প্রতিবেদক : রোববার কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। সম্মেলনের আয়োজন করছে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
১৪টি দেশ নিয়ে বাংলাদেশে শুরু হচ্ছে আঞ্চলিক কারা সম্মেলন-২০১৭।
আগামী ১৬ মে মঙ্গলবার থেকে শুরু হয়ে এ সম্মেলন চলবে ১৮ মে পর্যন্ত।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘কারাগারের মধ্যে নিরাপত্তা ও মানবিক চাহিদার ভারসাম্য’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এটি চতুর্থ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় কারেকশনাল ম্যানেজারদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন। এ সম্মেলনে ১৪টি দেশের ২৮ জন সিনিয়র কারেকশনাল ম্যানেজার অংশ নেবেন।
তিনি বলেন, ‘সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় হবে। বিশেষ করে কারাগার বা বন্দিদশা তৈরি, ডিজাইন, পরিকল্পনা ও পরিচালনার সময় যেন নিরাপত্তা ও মানবিক অবস্থার মধ্যে ভারসাম্য বজায় থাকে, সে বিষয়ে আলোচনা হবে।’
সম্মেলনে যেসব দেশ অংশ নিচ্ছে
বাংলাদেশ, কম্বোডিয়া, ফিজি, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতু এ সম্মেলনে অংশ নিচ্ছে।


