ক্রীড়া ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।
দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। এই সিরিজের প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৬৫ থেকে ৯৪ শতাংশের মধ্যে ওঠানামা করবে।
সকাল ও দুপুরে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫১ শতাংশ। এ সময় কমপক্ষে ১ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ রিপোর্ট লেখার সময় মিরপুরের আকাশে রোদ-মেঘের লুকোচুরি চলছে।