বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের অভিযাত্রায়

জ্যেষ্ঠ প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের অভিযাত্রায়। একে অব্যাহত গতিতে এগিয়ে নিতে হলে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ থেকে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা এজিবি কলোনি ১০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের গণর‌্যালির উদ্বোধনকালে তিনি একথা বলেন।

স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, ‘মাদক শুধু উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, একটা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে শেষ করে দেয়। তাই সুন্দর পরিবার ও সুন্দর সমাজ বিনির্মাণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতেই হবে। এ ব্যাপারে পরিবার ও সমাজকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। বিশেষ করে মা-বোনেরা, সচেতন অভিভাবক, মসজিদের ইমাম ও খতিবরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।’

১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওশের আলীর সভাপতিত্বে ওয়ার্ড সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় গণর‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের দাবিতে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই গণর‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

গণর‌্যালি ১০ নম্বর কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঁচা বাজার আইডিয়াল জোন, বাংলাদেশ ব্যাংক কলোনি, আল হেলাল জোন, টিএন্ডটি কলোনি, এজিবি কলোনি হয়ে কাউন্সিলর কার্যালয়ে গিয়ে শেষ হয়। গণর‌্যালিতে অংশ নেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, কেন্দ্রীয় সদস্য দীপঙ্কর সাহা দিপু, মোস্তফা আলমগীর রতন, ঢাকা নগর সাধারণ সম্পাদক কিশোর রায়, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মুনসুর, ৮নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর সুলতান মিয়া, ওয়ার্কার্স পার্টির মতিঝিল থানা সম্পাদক মুর্শিদা আখতার নাহার, নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মানুষ।