নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সবার সমন্বিত প্রচেষ্টায় উন্নযন লক্ষ্যমাত্রা নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়েই অগ্রগতির মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাজধানীর আগাঁরগাওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বিসিএস ইকনোমিক ট্রেনিং একাডেমির প্রথম প্রশিক্ষণ কাযক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জাতীয় উন্নয়নে অঙ্গীকার বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অপরিহার্য়। অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানো, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং দারিদ্র বিমোচনে সরকারের চলমান কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আরো আন্তরিক হতে হবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার রোল মডেল স্থাপন করেছে। অগ্রগতির চলমান গতি অব্যাহত থাকলে আমরা আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করতে পারব। গত সাত বছরে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৬৮ থেকে নেমে ৪৪ তম অবস্থান অর্জন করেছে। ক্রয় ক্ষমতার সক্ষমতার তালিকায় বিশ্বে বাংলদেশের অবস্থান ৩২তম।
তিনি বলেন, দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে।
তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশের নাম উল্লেখ করে বলেন, গত ৫০ বছরে বিশ্বে অনেক দেশ ৩০ গুণেরও বেশি সমৃদ্ধি অর্জন করেছে। সেদিক থেকে বাংলাদেশেও অগ্রগতির যুগে প্রবেশ করেছে। সবার সম্মিলিত উদ্যোগে বাংলাদেশও বিশ্বের অনেক উন্নত দেশকে পিছিয়ে ফেলে উন্নত দেশের শীর্ষ তালিকায় উঠে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।