বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউর রহমানঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ প্রদান, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উত্তরায় অবস্থিত বাংলাদেশ ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান মোড়ল কায়েস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের কো-চেয়ারম্যান কহিনুর জামান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিওন চেয়ারপার্সন ডা. দিলকুশা আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, পপি লাইব্রেরি প্রকাশনীর অ্যাডমিন অফিসার খাদিজা সুলতানা হীরা, স্যার সলিমুল্লাহ সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক তাহমিদা বেগম, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এফ. ইসলাম চন্দনসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দিতে হলে কিন্ডারগার্টেন শিক্ষার সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল।