বাংলাদেশ ক্লাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত এ মাহফিলে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বক্তব্যে আবেগাপ্লুত হয়ে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি একবার মা হারিয়েছি, আরেকবার মা হারাতে চাই না খোদা। আমি একবার এতিম হয়েছি, আরেকবার এতিম হতে চাই না।”
তিনি আরও বলেন, “আমাদের নেত্রীর জন্য আজ সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আমার রাতে ঘুম হয় না। পুরো জাতি এক হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্মরণ করে তিনি বলেন, “তারেক রহমান তার আদরের ভাইকে হারিয়েছেন। তিনি শেষ দেখা দেখতে পারেননি, জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। এত কষ্টও তিনি সহ্য করেছেন। হে আল্লাহ, এত কষ্ট দেওয়া মানুষটিকে আর মা–হারা কইরেন না। তার অসুস্থ মাকে যেন দ্রুত সুস্থ করেন।”

দেশবাসীর উদ্দেশে দোয়ার আহ্বান জানিয়ে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,
“আমাদের নেত্রী, আমাদের মায়ের জন্য দেশের সকল মানুষের কাছে দোয়া চাই। আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন। আমিন।”

দোয়া মাহফিলে বাংলাদেশ ক্লাবের কর্মকর্তা–কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।