বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে অদম্য গতিতে এগিয়ে চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই ভেবেছিলেন এ দেশ টিকতে পারবে না। অথচ সেই বাংলাদেশ পারমাণবিক বোমা ছাড়া আর্থসামাজিক সব সূচককে আজ পাকিস্তানকে পেছনে ফেলে অদম্য গতিতে এগিয়ে চলছে।

রবিবার (১৪ মার্চ) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভা‌বিপ্রবি) ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ, উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি ভি‌ডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা ব‌লেন।

ওবায়দুল কা‌দের বলেন, যে একটি দল এতদিন মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিসর্জন দিয়েছে, সর্বকালের সেরা ভাষণটিকে নিষিদ্ধ করেছে, তারাই এখন লোক দেখানো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছেন। তারাই নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন। নতুন করে ৭ মার্চ পালন করছেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।