
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
পত্রিকায় প্রকাশিত কলামে আইনজীবীদের প্রতি মানহানিকর উক্তির অভিযোগের মামলায় সোমবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের জামিনের আদেশ দেন।
এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট তুহিন হাওলাদার। শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
এ মামলার আরেক আসামি প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনি গত ২৫ অক্টোবর হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছেন। তবে তিনি আজ আদালতে হাজিরা দেন।
গত ৫ অক্টোবর ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইদুর রহমান মানিক মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের ৩১ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গোলাম মাওলা রনির লেখা “সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!” শিরোনামে একটি কলাম প্রকাশ করা হয়। ওই কলামের বক্তব্যসমূহ আইনজীবীদের জন্য মানহানিকর হওয়ায় তা দণ্ডবিধির ৫০০ ধারার অপরাধ। এ ছাড়া মানহানির উদ্দেশ্যে পত্রিকায় মুদ্রণের অভিযোগে ৫০১ ধারার এবং ওই লেখার মাধ্যমে আইনজীবী শ্রেণিকে উত্তেজিত করার অভিযোগে ৫০৫ ধারার অপরাধ বলে উল্লেখ করা হয়েছে মামলায়।