বাংলাদেশ ব্যাংকের আওতায় পরিচালিত বিনিয়োগ উন্নয়ন

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের আওতায় পরিচালিত বিনিয়োগ উন্নয়ন ও অর্থায়ন সুবিধা (আইপিএফএফ) এর আয়োজনে পরিবেশ এবং সামাজিক নীতি এবং কার্যপ্রণালী বিষয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত বিনিয়োগ উন্নয়ন ও অর্থায়ন সুবিধা (আইপিএফএফ) ও এর আওতায় দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণে ইচ্ছুক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সাব-প্রজেক্ট কর্তৃক অনুসৃতব্য পরিবেশ এবং সামাজিক নীতি এবং কার্যপ্রণালী প্রণয়নের অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক (চলতি দায়িত্ব) ও নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার, প্রকল্প উপ-পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক হুসনে আরা শিখা, বিশ্ব ব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট একেএম আব্দুল্লাহ ও পরিবেশ বিষয়ক পরামর্শক ড. খলিকুজ্জামান।

এছাড়াও সভায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,  ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিবৃন্দ, পিপিপি অথরিটি ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, শিক্ষাবিদ, সাংবাদিক, পরিবেশ বিষয়ক এনজিও ও পরামর্শক, সাধারণ নাগরিকবৃন্দ, আইপিএফএফ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।