ফেসবুক খুলেই দেখা যাছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব নাগরিককে ৫০০ ডলার করে দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’ এর নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতারণা করা হচ্ছে। শুধু এটুকুই নয় ব্যবহারকারীর জন্য একটি নিবন্ধন ফাইলও দেওয়া হচ্ছে। যার মাধ্যমে আপনার ব্যক্তিগত অনেক তথ্য চলে যাচ্ছে অজানা প্রতারকদের কাছে।
ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনটি লেখা ছিল, ‘বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে প্রতিটি নাগরিককে ৫০০ ডলার অনুদান প্রদান করা হবে, দয়া করে নিবন্ধন করুন এবং আপনার সাথে যোগাযোগ করা হবে।’ বাংলাদেশ ব্যাংকের নামে পেইজ খুলে তাদের লোগো ব্যবহার করে এই প্রতারণা করা হচ্ছে।