বাংলাদেশ-ভারতের বন্ধন আরও সমৃদ্ধি অর্জন করবে: মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ডেস্ক ফেনী সীমান্তে মৈত্রী সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধন আরও সমৃদ্ধি অর্জন করবে বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে বাংলাদেশ ও ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘এই মেত্রী সেতুর মাধ্যমে ভারতের তথা ত্রিপুরার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। এর ফলে দুই দেশের বন্ধন আরও সমৃদ্ধি অর্জন করবে। এই সংযোগ ত্রিপুরার সঙ্গে সঙ্গে দক্ষিণ আসাম, মিজোরাম, মনিপুর এবং বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটি বহুগুণ বাড়িয়ে দেবে। এটি পর্যটন ও বাণিজ্যের মূল কেন্দ্র হবে। এই সেতু বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধিও বাড়াবে।’

এই সেতুর উপকারিতা উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘এই মৈত্রী সেতুর কারণে পণ্য পরিবহনে আরও সুবিধা হবে। ত্রিপুরাকে এখন আর শুধুমাত্র সড়ক পথের ওপর নির্ভর করতে হবে না। বাংলাদেশের সড়ক, নদী ও সমুদ্রপথেও সুবিধা পাবে ত্রিপুরা।’

ফেনী নদী বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত। সেতুটি বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বাড়াতে আরও সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই সেতুর মাধ্যমে সরাসরি চট্টগ্রাম সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত হবে ত্রিপুরা।

ফেনী সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। ১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন নির্মাণ করেছে এই সেতু। চট্টগ্রাম বন্দর থেকে এই সেতু দিয়ে সহজেই ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে।