বাংলাদেশ-ভারত দুটি দেশের একই আত্বা,জলঢাকায় ডেপুটি হাই কমিশনার

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ বাংলাদেশ – ভারত দুটি দেশের একই আত্বা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিসেনাদের পাশাপাশি ভারতীয় সেনার জীবন দিয়েছিল এদেশের মানুষের স্বাধীনতার জন্য। নীলফামারীর জলঢাকায় রোববার উপজেলার বালাগ্রাম ও কৈমারী ইউনিয়নে বিভিন্ন মন্দির ও শ্মশান পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সভায় উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার অভিজিৎ চট্রোপধ্যায়। এসময় উপস্হিত ছিলেন আন্তর্জাতিক অপরাধে ট্রাইবুনাল সিনিয়র প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, ডেপুটি হাই কমিশনার এর পতœী ড. পত্রালিকা চট্রোপাধ্যায়, উপজেলা আঃলীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি নির্মলেন্দু রায়, সহযোগী অধ্যাপক ধনেস্বর রায়, সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর প্রমুখ। তিস্তা চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। যা বলার দুই দেশের প্রধানমন্ত্রীই বলে দিয়েছেন। পরে নীলফামারী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় করেন।