
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত দ্বিতীয় জ্বালানি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনারগাঁও হোটেলে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বাংলাদেশের পক্ষে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং ভারতের পক্ষে দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব কে ডি ত্রিপাঠি নেতৃত্ব দেন।
সংলাপে জ্বালানি সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দ্বিতীয় জ্বালানি সংলাপে বাংলাদেশের অফশোরে ওএনজিসি ভিদেশ লিমিটেডের অনুসন্ধান কার্যক্রম, আইওসিএল কর্তৃক আর-এলএনজি সরবরাহ প্রস্তাব, তাপি পাইপ লাইনে সংযুক্ত ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে তুর্কমেনিস্তান ও ইরান থেকে গ্যাস আমদানি, মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে যৌথ উদ্যোগ গ্রহণ, নোমালিগড় থেকে ডিজেল আমদানি, আইওসিএল কর্তৃক চট্টগ্রামে এলপিজি প্ল্যান্ট ও টার্মিনাল নির্মাণ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, প্রশিক্ষণ, ব্লু ইকোনোমি বিষয়ে আলোচনা হয়। ভারত পেট্রোকেমিক্যাল ও মোম রপ্তানির প্রস্তাব দেয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের জুনে প্রথম জ্বালানি সংলাপ দিল্লিতে হয়েছিল। বাংলাদেশ-ভারত তৃতীয় জ্বালানি সংলাপ ২০১৮ সালের মার্চে দিল্লিতে অনুষ্ঠিত হবে।