
সচিবালয় প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্ব দিয়ে মাদক পাচারসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক পিছেয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী, আজ ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠককে কেন্দ্র করে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে’র ঢাকা সফরের কথা থাকলেও তিনি শেষ মূহুর্তে তা পিছিয়েছেন। ফলে বৈঠকটি আজ অনুষ্ঠিত হচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন করে বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় এ বৈঠকে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ইয়াবার মতো মাদকদ্রব্য চোরাচালান বন্ধ ও সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে।
অন্যদিকে মিয়ানমারের পক্ষ থেকে এর আগে দেওয়া তালিকা অনুযায়ী আরাকান সেলভেশন আর্মি বা আরসা’র সদস্যদের বাংলাদেশ থেকে আটক ও হস্তান্তরের বিষয়টি উত্থাপন করতে পারে।
দু’দেশের মধ্যে সম্মতি ও চুক্তি হওয়ার পরও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মিয়ানমারে নিপীড়নের মুখে গত কয়েক দশকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় চার লাখ রোহিঙ্গা। এরপর গত বছরের গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত দশ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সেনাবাহিনীর ওই অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে শরণার্থীদের ফেরত নিতে সম্মত হয় মিয়ানমার। রোহিঙ্গাদের ঘরে ফেরার পথ তৈরি করতে গত ২৩ নভেম্বর নেপিদোতে দুই দেশের মধ্যে একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হয়।
‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হয় তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর, গত বছর ১৯ ডিসেম্বর ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের টার্মস অব রেফারেন্স ঠিক করা হয়।
সম্মতিপত্রে স্বাক্ষরের ৫৪ দিনের মাথায় দুই পক্ষ ১৬ জানুয়ারি ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চূড়ান্ত করে। আর প্রত্যাবাসন শুরুর জন্য সম্মতিপত্রে নির্ধারিত দুই মাস সময় শেষ হয় ২৩ জানুয়ারি।
আশা করা হচ্ছে, বাংলাদেশ-মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টির একটি সুরাহা আসতে পারে।