ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সফরের শুরুটা দারুণ করেছে আফগানিস্তান। বিসিবি একাদশকে শুক্রবার ৬৬ রানে হারিয়ে প্রস্তুতি ম্যাচে নিজেদের শক্তির জানান দিয়েছে আফগানরা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে সফরকারীরা।
বাংলাদেশে আসার আগে ভারতে ২০ দিনের ক্যাম্প করেছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারবে তারা। দাপট দেখালেও প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন মাশরাফি। বরং সফরকারীদের ২৩৩ রানে আটকে দেওয়ায় বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক। প্রস্তুতি ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের জেতার সুযোগ ছিল। আমরা ওদেরকে ২৩৩ এর মধ্যেই অলআউট করেছি। কিন্তু এরপর চেজ করতে পারিনি। জিততে পারলে অবশ্যই ভালো হত। আমি মনে করি ওরা ভালো করেছে। আমরাও কাল ভালো খেলতে চাই। যদি ভালো খেলতে পারি অবশ্যই আমাদের জয়ের সুযোগ থাকবে।’
আফগানিস্তানের ব্যাটিংয়ের থেকে বোলিং শক্তি বরাবরই ভালো। তাদের বোলিং বিভাগকে সমীহ করেছেন নড়াইল এক্সপ্রেস। এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক অবশ্যই খুব ভালো। আসলে তাদের পুরো দলটাকেই আমরা সম্মান করছি। অবশ্যই তারা ভালো দল।’
মাশরাফি আরও বলেন, ‘আমরা নিজেরা বিশ্বাস করি বিশ্বসেরা বোলিং লাইন আপ এখন আমাদের আছে।। মূল হচ্ছে একটা আন্তর্জাতিক ম্যাচ যখন আমরা খেলতে নামব তখন আমরা নিজেরা কি বিশ্বাস করি সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের বিশ্বাস, স্ট্রেন্থ নিয়েই খেলতে নামব।’