নিজস্ব প্রতিবেদক :
অনেক আগে থেকেই বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সে আগ্রহে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে তিনি বাংলাদেশে সফরে আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিজ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন বার্নিকাট।
পরিকল্পনামন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে দেশের জ্বালানি খাতসহ সার্বিক অর্থনীতির বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও নিরাপত্তার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
এলএনজি টার্মিনাল বিষয়ে বার্নিকাট বলেন, ‘এখানে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। পৃথিবীর বিভিন্ন দেশ এলএনজি টার্মিনালে বিনিয়োগ করতে চায়। তবে বাংলাদেশ যাকে বেটার মনে হবে তাকেই বেছে নেবে। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। এ খাতে বিনিয়োগের অন্যতম ভালো স্থান বাংলাদেশ।’
মুস্তফা কামাল ও বার্নিকাটের মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি হলি আর্টিজানে হামলা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশে বিনিয়োগকারীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।’
আগামী ২৯ আগস্ট ঝটিকা সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সফরটি হবে কয়েক ঘণ্টার জন্য। কূটনৈতিক চ্যানেলে গুরুত্বপূর্ণ ওই সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে। সফর শেষে সার্বিক বিষয়ে ওয়াশিংটন থেকে বাংলাদেশকে অবগত করা হবে বলেও জানান বার্নিকাট।